ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩

ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ

By আসিফ ইকবাল বাদশা 
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ, ই পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগে এবং ই পাসপোর্ট করতে কতদিন সময় লাগে ২০২৩। 

ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ
বাংলাদেশী ই পাসপোর্ট 

আজকের আলোচনার টপিক ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ। 
ই পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট। যাতে একাটি ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ সংযুক্ত থাকে।
এই চিপের মধ্যে থাকে বায়োমেট্রিক ইনফরমেশন, যা বাহকের পরিচয় বহন করে। বর্তমানে ই পাসপোর্টে বাহকের ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ও আইরিস সংযুক্ত থাকে। 

মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ধারীদের চাইতে  ই পাসপোর্ট ধরী ব্যক্তিরা বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকে।কারণ ই পাসপোর্ট হলো বর্তমান সময়ের সব থেকে অত্যাধুনিক পাসপোর্ট। 

আর ই পাসপোর্ট ধারীদের ইমিগ্রেশনের সময় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরিবর্তে খুব দ্রুত ইলেকট্রনিক গেট দিয়ে ইমিগ্রেশনের সম্পন্ন করানো হয়। 

এখন দেশের প্রায় সব জেলা থেকে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করা যায়। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ এবং ই পাসপোর্ট করতে কি কি লাগে

আর অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার সবথেকে বড় সুবিধা হলো, এখনে আপনাকে কোন দালালের চক্করে পড়া লাগছে না।

INDEX:

১. ই পাসপোর্ট কী।

২. ই পাসপোর্টের অনলাইন আবেদন ফর্ম পূরণ।

৩.  ই পাসপোর্ট ফর্মের PDF ফাইল।

৪. ই পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র। 

৫. ই পাসপোর্ট করতে কতদিন সময় লাগে।

৫.১. ই পাসপোর্টের ডেলিভারির ধরণ।

৫.২. সুপার এক্সপ্রেস ডেলিভারির বিস্তারিত কথা। 

৬. ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়।

৭. আমেরিকা থেকে ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়। 

ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করার নিয়মঃ

১.প্রথমে এই লিংকে  https://www.epassport.gov.bd/landing প্রবেশ করে ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. Apply Online এ ক্লিক করতে হবে।

৩. জেলার নাম ও নিকটস্থ পুলিশ স্টশন সিলেক্ট করে continue  করতে হবে।

৪.এরপর আপনার পারসোনাল ই মেইল এড্রেস দিয়ে I am human এ টিক দিয়ে continue করতে হবে।

৫. আপনার পুরা নাম, পাসওয়ার্ড ও ফোন নাম্বার দিয়ে একটি ভেরিফাইড একাউন্ট তৈরি করতে হবে।

৬.একাউন্ট তৈরি হবার পর নতুন করে আবার লগ ইন করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য পূরণের জন্য ফর্ম আসবে। 

ন্যাশনাল আইডি কার্ড/ জন্ম নিবন্ধন( ১৮ বছরের নিচে) / সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য পূরণ করে Save and Continue তে ক্লিক করতে হবে।

৭.এখন previous passport নামক ট্যাব ওপেন হবে। আগে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে "yes" সিলেক্ট করবেন আর না থাকলে No, I don’t have any previous/ handwritten passport এ সিলেক্ট করে save and continue করতে হবে।

৮.আপনার Present Address (বর্তমান ঠিকানা)ও Permanent Address স্থায়ী ঠিকানা) সঠিকভাবে লিখুন। 

যদি বর্তমান ঠিকানা  ও স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে ওইখানে দেখানো বক্সে টিক দিতে হবে।

৯.এরপর ন্যাশনাল আইডি কার্ড বা NID কার্ড অনুযায়ি আপনার পিতা, মাতার নাম দিতে হবে।( বিবাহিত হলে) স্বামী / স্ত্রীর নাম দিতে হবে।

১০.পরে আপশানে জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য আপনার নিকট আত্মীয়ের ( বাবা/ মা/ভাই/ বোন/স্বামী /স্ত্রী) মোবাইল নম্বর ও ঠিকানা দিতে হবে।

১১. এবার আপনার পাসপোর্টের ধরণ (৫/১০ বছর), পাতা(৪৮/৬৪ পাতা), সাধারণ/ জরুরি/ অতি জরুরি (Regular / Express / Super Express)  বাছাই করতে হবে।

তারপর, Submit বাটনে ক্লিক করতে হবে। 

নোটঃ Submit বাটনে ক্লিক করার আগে আপনার সকল তথ্য আর একবার যাচাই করে নিন। যাতে পাসপোর্টে কেন প্রকার ভুল না হয়।

এখন ফর্মটি নিকটস্থ কোন কম্পিউটারের দেকান থেকে প্রিন্ট করে নিতে হবে।

১২. পাসপোর্ট ফি পরিশোধ করুন। অনলাইনে (বিকাশ/ নগদ/ রকেটে) পেমেন্ট করতে পারবেন। এছাড়া ও ব্যাংকে যেয়ে ( সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক,  এশিয়া ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক,ওয়ান ব্যাংক ইত্যাদি) পেমেন্ট করতে পারবেন।

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম জানতে ক্লিক করুন। 

১৩.আবেদন পত্র জমা দেওয়া এবং ছবি, ফিংগার প্রিন্ট ও আইরিশ দেবার জন্য সশরীরে পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে।

সর্বশেষ,, পাসপোর্ট অফিস থেকে নিজের পাসপোর্ট নিজে সংগ্রহ করুন।

[ বিঃ দ্রঃ ই পাসপোর্ট করার বিশেষ সুবিধা হল, এটা করার জন্য কোন কাগজ পত্র বা ছবি সত্যায়িত করার দরকার পড়ে না। ]

ই পাসপোর্ট  অনলাইন আবেদন ফর্মঃ

ই পাসপোর্ট ফর্ম পি ডি এফ ফর্ম ডাউনলোড করতে এই লিংকে  https://www.epassport.gov.bd/api/v1/registrations/download-offline-form প্রবেশ  করুন

আবেদন ফর্ম পৃষ্ঠা-১

আবেদন ফর্ম পৃষ্ঠা-২

আবেদন ফর্ম পৃষ্ঠা-৩
সূত্রঃ e-passport.gov.bd

ই পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ

১.আবেদন ফর্মের প্রিন্ট কপি।( appointment সহ)

২. জাতীয় পরিচয় পত্র(NID) / জন্ম নিবন্ধন (Online birth certificate) । 

৩.পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।( ল্যাব প্রিন্ট)

৪.শিক্ষাগতা যোগ্যতা সনদ। (JSC/SSC/HSC)

৫.অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট কপি।

৬ আগে পাসপোর্ট থাকলে, তার ডাটা পেজের ফটোকপি। ( যদি থাকে)

৭.নাগরিকতা সনদপত্র। 

৮.পেশাগত সনদের সত্যায়িত ফটোকপি। ( যদি থাকে)

ই পাসপোর্ট চেক করার নিয়ম

MRP থেকে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

MRP থেকে ই পাসপোর্ট করার জন্য উপরে বর্ণিত (same) একই নিয়মে সবকিছু করতে হবে। শুধুমাত্র নিচের ছবির দেখানো তীর চিহ্নিত স্থানে (yes, I have a machine readabale passport) ক্লিক করতে হবে।
ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ।

ই পাসপোর্ট করতে কতদিন সময় লাগে?

ই পাসপোর্ট মূলত ৩ ধরনের ডেলিভারি দেওয় হয় যথাঃ রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস। ডেলিভারির ধরণ অনুযায়ি সময় লাগে।

  • রেগুলার          - ২১ কর্মদিবস সময় লাগে।
  • এক্সপ্রেস          - ০৭ কর্মদিবস সময় লাগে।
  • সুপার এক্সপ্রেস-০২ কর্মদিবস সময় লাগে।

পাসপোর্টের সুপার এক্সপ্রেস ডেলিভারি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • সুপার এক্সপ্রেস পাসপোর্ট বিদেশে বাংলাদেশ মিশন থেকে আবেদন করা যায় না।
  • সুপার এক্সপ্রেস পাসপোর্ট শুধুমাত্র ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করা যায়।
  • সুপার এক্সপ্রেস পাসপোর্টের আবেদন করার আগেই পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন করা আবশ্যক।
  • এখনও পর্যন্ত সুপার এক্সপ্রেস সেবাটি শুধুমাত্র পূর্বে যাদের MRP পাসপোর্ট ছিলো তাদের জন্যই। আর্থাৎ আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন, তাহলে সুপার এক্সপ্রেস পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।

ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?

৪৮ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার            - ৪,০২৫ টাকা 
  • এক্সপ্রেস            - ৬,৩২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস  - ৮,৬২৫ টাকা

৪৮ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার           - ৫,৭৫০ টাকা
  • এক্সপ্রেস           - ৮,০৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস - ১০,৩৫০ টাকা

৬৪ পাতার ৫ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার           - ৬,৩২৫ টাকা
  • এক্সপ্রেস           - ৮,৬২৫ টাকা
  • সুপার এক্সপ্রেস - ১২,০৭৫ টাকা

৬৪ পাতার ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার           - ৮,০৫০ টাকা
  • এক্সপ্রেস          - ১০,৩৫০ টাকা
  • সুপার এক্সপ্রেস - ১৩,৮০০ টা

আমেরিকা থেকে ই পাসপোর্টে করতে কত টাকা লাগে

৪৮ পাতা ৫ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 110.00 
  • এক্সপ্রেস - US$ 165.00 

৪৮ পাতা ১০ বছর মেয়াদী পাসপোর্ট

  • রেগুলার- US$ 137.50 
  • এক্সপ্রেস- US$ 192.50 

৬৪ পাতা ৫ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 165.00 
  • এক্সপ্রেস- US$ 220.00 

৬৪ পাতা ১০ বছর মেয়াদী পাসপোর্টের

  • রেগুলার- US$ 192.50 
  • এক্সপ্রেস- US$ 247.50 

(Including all charges...সকল চার্জ সহ )

শেষ কথাঃ  এখন আশা করা যায় আপনারা, ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। 

পাসপোর্ট সম্পর্কে আরও তথ্য জানতে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url